বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
অসুরের যাত্রাপালা
শিরিনা আফরোজ
সে সব কথা আজ থাক,
আজ না হয় খাঁচার পাখি মুক্তি পাক,
ডানা মেলে উড়ুক
ঐ অসীম আকাশে।
যে প্রশ্ন হারিয়ে গেছে শত সহস্র
প্রশ্নের ভীড়ে
উত্তর পেয়ে গেছি শেষে,ঘুরে ঘুরে ছদ্মবেশে।
চারপাশে যারা ছিল পেছন থেকে তীর ছুড়েছে
কেউ তীর্যক ভাবে,কেউ মুচকি হেসে।
ভাল মানুষের খোলসে দেবতার মুখোশে।
অদ্ভুত ভাবে আজ প্রত্যেক কে চিনতে পারি
চিনতে পারি বলেই ভিশন লজ্জা হয়,
মানুষের মনে থাকে কত ছল,কত অভিনয়।
বিশ্বাস করুন কিছু কিছু খেলায়
আমি অযাচিত অংশগ্রহণ করি,
অতঃপর স্বেচ্ছায় সজ্ঞানে হারি।
হারার মধ্য দিয়ই বুঝতে পারি
কতটা বিষ ছিল কার মনে,
কে আপন বা কে পর হয়ে এসেছিল জীবনে।
আয়নায় দাড়িয়ে দেখি,
পশ্চাত দেশে দানবের ছায়া,
রূপকথার গল্পের মত পালঙ্ক পাহাড়ায়
দুই হাতে গলা টিপতে আসে
বিভৎস্য চেহারায়।
চির চেনা কতগুলো মানুষের মুখ।
বুক ধুকপুক সাদা বক পাখি
উড়ে যায় বহুদূরে
খাঁচার পাখি মুক্তি পেয়েছে
কে আর আটকায় তারে।
শহরে শহরে মহামারি খরা
ধ্বংস ধ্বংস খেলা।
শান্ত পৃথিবীর অশান্ত নগরে
অসুরের যাত্রাপালা।