বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন
আমার আকাশ
শিরিনা আফরোজ
আমার একটা আকাশ আছে,
সেই আকাশের আমি স্বাধীন ঘুড়ি।
আমার দুইটা ডানা আছে,
সেই ডানাতে ভর করে
যেমন ইচ্ছা উড়ি !
একলার আকাশ অনেক বড় ,
কূল কিনারা নাই।
আমি শুধু সময় গুনি
ডাকবেন কখন সাঁই।
ডাকলে তিনি আপন মনে
দিয়ে দেব পাড়ি।
চন্দ্র সূর্য ডুব দিয়েছে
আলোর নাগাল নাই
অন্ধকারে উড়ে উড়ে
দূর সীমানায় যাই,
মনের খবর আকাশে লিখে
বৃষ্টি হয়ে ঝরি।