বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
শুভাশিস
শিরিনা আফরোজ
চোখের ভাষায় মন পড়েছি
মনের মধ্যে বিষ।
শুদ্ধ মনে জায়গা থাকলে
বন্ধু খবর দিস।
কথার পিঠে কথা আসে
মন ভেঙে যায় ছলে।
বিশ্বাস ভরসার গড়াগড়ি
চোখের নোনা জলে।
ভাল আছি ভাল থাইকো
রইলো শুভাশিস।
মানুষ এখন মানুষ নাই আর
মুখোশে মোড়ানো মুখ।
দেখে শুনে ব্যাথার ভারে
কষ্টে ভাঙে বুক।
বুকের জমিন সাদা হইলে
মনের খবর নিস।