বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন
অভিমানী
শিরিনা আফরোজ
সবাই চলে যায়
তোমাদের মত!
যারা গেছে
আসে নাই কেউ ফিরে।
তবু মায়ায় বাঁধি বাসা
তবু আগলে রাখি
তবু আশায় বাঁচি
ক্ষনস্থায়ী এ সংসারে!
হয়তো কোন এক স্নিগ্ধ সকালে
আমি ও চলে যাব,
ওই তারাদের দেশে
যেখানে আমার প্রিয় পিতামাতা আছে!
নিঃশব্দে চলে যাব তাঁদের কাছে
শেষ কবিতা না লিখেই
না বলেই অন্তরের অব্যক্ত কথা।
প্রকাশ না করেই জমাট বাধা ব্যাথা
নীরবে নিভৃতে যারা গেছে
ঠিক তাদের মত।
ফিরতে চাইনা আর শঙ্খচিল
শালিকের বেশে।
যেখানে কেউ নাই অপেক্ষার প্রহর শেষে
কেউ নাই ভালবেসে
সম্মুখে বিরান ভূমি !
আলাদা জীবন, আলাদা পথ
দুই দিগন্তে আমি আর তুমি।
বাবুই পাখির মত শ্রমে ঘামে
যে ঘর বাঁধিয়াছিলাম নিজ হাতে
সেখানে স্বপ্নছিল,প্রেমছিল,
দুর্বার আশাও ছিল মনে
বালির বাধের মত ভেঙে গেল নিঃশব্দে
পূড়ে গেল আগুনে !
শব্দহীন বাক্যহীন সে গল্পের পান্ডুলিপি
জমা রইলো তাঁর কাছে
পৃথিবীর সব গল্প যার জানা আছে
সময় সুযোগ মত ডেকে নেন তিনি
সেই ডাক আসবে বলে
পথের দিকে তাঁকিয়ে অভিমানী।