শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত কর‌তে হ‌বে…আশরাফুর রহমান

উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত কর‌তে হ‌বে…আশরাফুর রহমান

0 Shares

ইন্দুরকানী বার্তা:
পি‌রোজপুর -৩ আস‌নে ম‌নোনয়ন প্রত‌্যাশী সাবেক উপজেলা ‌চেয়ারম‌্যান আশরাফুর রহমান ব‌লে‌ছেন আওয়ামীলীগ ক্ষমতায় থাক‌লে দেশ ভাল থা‌কে, জনগন ভাল থা‌কে, মানুষ শা‌ন্তি‌তে বসবাস করে। দেশের উন্নয়ন চাইলে, উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত কর‌তে হ‌বে। নৌকা প্রতীকে ভোট দিতে হবে। সারা‌দেশসহ দ‌ক্ষিণাঞ্চ‌লের যোগা‌যোগ ব‌্যবস্থার ব‌্যাপক উন্নয়ন হ‌য়ে‌ছে। বঙ্গবন্ধু কন‌্যা ‌দেশ‌নের্তীৃ শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ‌নি‌য়ে এ‌গি‌য়ে যা‌চ্ছে সাম‌নের দি‌কে।
শ‌নিবার বি‌কে‌লে মঠবা‌ড়িয়া উপ‌জেলার গু‌লিশাখালী জি কে মাধ‌্যমিক বিদ‌্যাল‌য় মা‌ঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নৌকা প্রত‌্যাশী আশরাফুর রহমা‌নের বিশাল সমা‌বেশে তি‌নি এসব কথা ব‌লেন।
স্থানীয় গুলিশাখালী, আমড়াগাছিয়া, সাপলেজা ও টিকিকাটা ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মঠবা‌ড়িয়া সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমানের সভা অনু‌ষ্ঠিত হয়। উপজেলার চার ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিশাল সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।

গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্ব এ সময় বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বাচ্চু মিয়া আকন, আবুল বাসার মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, আ লীগ নেতা মোশারেফ হোসেন শরীফ, রিপন মাতুব্বর, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আলমগীর হোসেন, হারুন অর রশীদ খানসহ এক‌ধিক নেতাকর্মী বক্তব‌্য রা‌খেন।
বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঠবাড়িয়া আসনে আশরাফুর রহমান‌কে নৌকা প্রতীকে ম‌নোনয়‌ন দেয়ার দাবী জানান।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap