রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
মো:শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ রাসেল দিবস ও ৬০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক’র সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ এম মতিউর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সাইদ মোহাম্মদ ইব্রাহীম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার,ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিদুল হক,উপজেলা আ.লীগের সহ সভাপতি মাহমুদুল হক দুলাল,বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি,সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার,বি আর ডি বি চেয়ারম্যান শাহীন গাজী,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান,সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক নকির হোসেন প্রমুখ। আলোচনা সভার সঞ্চলনা করেন তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা চন্দন রায়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসয় বক্তারা বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে বাংলাদেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখত। ৭৫’র ১৫ আগস্ট ঘাতকের বুলেট থেকে ১১ বছর বয়সি ছোট্ট শিশু রাসেলও বাদ যায়নি। রাসেলের খুনিদের মধ্যে যারা এখনো বিদেশে লুকিয়ে আছে সেসব আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্থি দেওয়ার দাবি জানানো হয়।
এদিকে উপজেলা প্রশাসন ছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালন করে।