রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
ভুল
শিরিনা আফরোজ
ইচ্ছায় কিম্বা অনিচ্ছায়
মাঝে মধ্যে কিছু ভুল করা উচিত।
ছোট ছোট ভুল না করলে
মানুষ চেনা যায়না।
দুঃখ না পেলে, যন্ত্রনা না সইলে
ক্ষনিকের এ জীবন
পরিপূর্ণ হয়না।
নিয়তির ঝড় আসে,
জীবনের বার মাসে
কখনও সুখ আবার
কখনও দুঃখে।
কখনও আশার আলো,
কখনও ভাঙনের গান
ডেউ তোলে ভাঙা বুকে।
আপন ভেবে কাছে টানলেও
আপনার আপন সকলে হয়না।
নিঃশ্বাসে বিশ্বাসে
না বাধিলে ভালবেসে
খাঁচা ভেঙে উড়ে যায়
পোষা পাখি ময়না।
মানুষ ও পাখির মত
বাড়িয়ে মনের ক্ষত
এক জীবনে স্থায়ী ভাবে
কেউ কারও রয়না।
সময়ের আহব্বানে যে জীবন
থমকে যায়,যে জীবন পথ হারায়
সেই জীবন নিয়ে কত ছল ,
কত কোলাহল
নিত্য এ মানব সংসারে।
কন্টক পথে হেটে চিনে নিও তারে
ভ্রান্ত পথ ধরে জীবনে যে আসে
প্রিয় বান্ধব বা বন্ধুর বেশে,
মুখোশে আড়ালে লুকানো সে মুখ
সহজে সব সময় চেনা যায়না।