বুধবার, ০১ মে ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ

0 Shares

ইন্দুরকানী প্রতিনিধিঃ “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে সমাবেশ করেছে উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে এম আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিদুল হক, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিবসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় বক্তাব্যে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা দেশদ্রোহীতার শামিল। কারণ, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap