বুধবার, ০১ মে ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

বরিশালে পুলিশের সাথে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ; গোলাগুলি, সিটি মেয়র ও পুলিশসহ আহত অনেকে

বরিশালে পুলিশের সাথে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ; গোলাগুলি, সিটি মেয়র ও পুলিশসহ আহত অনেকে

0 Shares

ইন্দুরকানী বার্তা:
বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে ব্যানার
সরানোকে কেন্দ্র করে আনসার সদস্যদের গুলিতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও কয়েকজন পুলিশ সহ আহত হয়েছেন।
তবে পুলিশের দাবি, ছাত্রলীগ নেতারা রিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের বাসভবনে হামলা চালাতে গেলে এ ঘটনার সৃষ্টি হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক জানিয়েছেন, মেয়র আহত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত জানা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মূলত ইউএনওর বাসভবনে হামলা চালাতে গিয়েছিলেন স্থানীয় কিছু নেতা।

বর্তমানে সদর উপজেলা পরিষদের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন।

এদিকে, পুলিশ ছাত্রলীগ নেতাদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় তাদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত আসছে..





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap