মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
তোমার মুখ
রাসেল গাজী
সুখ ছবি ফোটাল রবি কান্তি উজ্জল আলোকে
স্বপ্ন সৌন্দর্যে সাজলো ধরা নির্মলা প্রাত কালে ।
প্রয়াত অশুভ আধার বিলিন করে আঘাতে
হাসলো কারা ছন্নছারা বিস্মিত নয়ান তুলে ।
তোমার হাসি উঠলো ফুটে
ঐ কাননে ফুলের ঠোটে ,
ঐ যে পবন ছুটলো হেকে
তোমার গায়ের গন্ধ মেখে ,
আমার নয়ন বিমুন্ধ তোমার সৌন্দর্য দেখে ।
তোমারও মুখ সকল মুখে ফুটেছে ।
তোমার ইচ্ছা সহজ ভাগে
ভাগ করে দাও অনুরাগে
আমরা তোমায় বুজতে রাজি
আমরা তোমায় খুজতে আজি এই আলোতে লোকালয়ে।
বন বাদারে অন্ধকারে
আর যাবনা কোনের ঘরে , কোনের বৌকে সাজাতে
এবার তোমায় খুজেনেব আনন্দের এই মাঝারে
জনগনের বাজারে।
আমার মুখে তোমার মুখের মিল দেখেছি ।
মিল দেখেছি তোমার সাজে ,
তোমার আধার নীশার মাঝে ,
আমরা সবাই মিলিয়ে গেলে মিলবে তোমার মৌনতা।
তোমার পরিচয় নিয়ে প্রভাত রবি উঠেছে
তোমার ও মুখ সকল মুখে ফুটেছে ।
তবু তোমার লুকোচুরি আধারে
বিজনে ঐ বনবাদারে প্রনয়িনী রাধারে
যাবনা খুজিবারে
এবার তোমার মুখোশ খুলে ক্ষ্যান্ত হব
বিশ্বালয়ের বাজারে।
নবীন আলোয় তোমার পানে চেয়ে রবো অভিমানে
এত কাছের তুমি যখন ছিলে এত দুরÑ
বাজিয়ে প্রানে বিরহের সুর ।