রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১১ অপরাহ্ন

কবি ফাতেমা জান্নাত চাঁদনীর কবিতা ।। প্রেম ।।

কবি ফাতেমা জান্নাত চাঁদনীর কবিতা ।। প্রেম ।।

0 Shares

প্রেম

কবি ফাতেমা_জান্নাত_চাঁদণী
——————–
প্রেম নয় গোলাবি লীফ্
যে সপ্ত রঙে ঢেকে রাখবে।
প্রেম উঁচু পাহাড় নয়
যে কেটে সমান করবে।
প্রেম তো মানচিত্র নয়,
যে সীমারেখা দেবে।
প্রেম নয় আঁকা চিত্র,
যে নিমেষে মুছে ফেলবে।
প্রেম রয় হৃদয়ের গভীরে!
আল্পনায় শনির রঙে,
অঙ্কনের জল ছবি অঙ্কিত।
ও ‘দাগ কী দিয়ে মুছবে?
এ নয় মূল্যহীন, এ ‘যে মহার্ঘ্য।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap