বুধবার, ০৮ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় “আশ্রয়ণ-২” প্রকল্পের ঘর নির্মাণের জন্য এসিল্যান্ডের দিনব্যাপী খাসজমি পরিদর্শন

মঠবাড়িয়ায় “আশ্রয়ণ-২” প্রকল্পের ঘর নির্মাণের জন্য এসিল্যান্ডের দিনব্যাপী খাসজমি পরিদর্শন

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২’ প্রকল্পের ঘর নির্মাণের জন্য দিনব্যাপী খাসজমি পরিদর্শন করেছেন সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুন্ডু।

রবিবার দিনব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের ঘর নির্মাণের জন্য তুষখালী, ধানীসাফা, টিকিকাটা ও দাউডখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে খাস জমি/সম্ভাব্য জমির সন্ধানে তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারগণ, সার্ভেয়ার, ইউএলও ও উপকারভোগী ভূমিহীন/গৃহহীনগন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুন্ডু জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ প্রকল্পের জমি নির্বাচন ও গৃহনির্মাণ সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap