সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

পানিবন্দি মানুষের পাশে ইন্দুরকানীর ওসি হুমায়ুন কবির

পানিবন্দি মানুষের পাশে ইন্দুরকানীর ওসি হুমায়ুন কবির

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি ওসি

0 Shares

ইন্দুরকানী বার্তা রিপোর্ট :
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইন্দুরকানীর হাজার হাজার মানুষ পানিবন্দি। আর ঠিক তখনি মানবতার ফেরিওয়ালা হয়ে পাশে দাঁড়িয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ওসির প্রশংসা করে পোষ্ট দিয়েছেন অনেকে।

পানিতে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন, জনসাধারন ও তাদের পরিবার বর্গ এবং গৃহপালিত পশু-পাখি নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা সহ অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরন করেছেন।

এছাড়াও ঘূর্ণিঝড়ে গাছ পরে বন্ধ হয়ে যাওয়া সড়কের ওপর থেকে গাছ সরিয়ে জনগনের চলাচলের পথ নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (২৬ মে) এমন চিত্রই দেখা গেলো উপজেলার বিভিন্ন এলাকায়। ওসি হুমায়ুন কবির সহ থানার অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে এভাবেই পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।


সাংবাদিক প্রশান্ত কুন্ডু তার ফেসবুকে ওসির ছবি পোস্ট করে লিখেছেন, মানবতার ফেরিওয়ালা ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap