সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতি করায় মিডিয়ায় তুমুল সমালোচনা

জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতি করায় মিডিয়ায় তুমুল সমালোচনা

জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতি করায় মিডিয়ায় তুমুল সমালোচনা

0 Shares

ইন্দুরকানী বার্তা রিপোর্ট

নিজ জন্মস্থান পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদ কমিটির সভাপতি হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কমিটির পক্ষ থেকে তার হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় জায়নামাজ ও টুপি। এই মসজিদে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন তার বাবা প্রয়াত এমএ হক। তার মৃত্যুর পর ছেলে জায়েদ খানের ওপর এই দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে একজন সিনেমার মানুষকে মসজিদ কমিটির সভাপতি করায় সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশের সাথে সাথেই নিউজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

হাওলাদার মঈন নামের একজন ফেসবুকে লিখেছেন, অযোগ্য ব্যাক্তি কিভাবে সভাপতি হয়।

 

শিমু নামের একজন লিখেছেন, ভুতের মুখে রাম নাম।

সায়মুন ইসহাক রিয়াদ লিখেছেন, শেষ জমানা এসে গেছে।

রাসেল নামের একজন লিখেছেন, সভাপতি হওয়ার যোগ্য নয়।

রাসূল আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘আশা করছি, সামনের ছবিগুলোর শুটিংয়ের জন্য মসজিদটাকে কাজে লাগাবে।’

মেজবাহ উদ্দিন হেলাল লিখেছেন, ‘কাজটা কী ঠিক হলো! নূর নবী লিখেছেন, ‘পাশের লোকগুলো কি ইসলামের পক্ষে আছে বলে মনে হয় না।’

এমডি ফিরোজ হোসাইন লিখেছেন, ‘৫ ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, তাকে মসজিদের কমিটিতে না রাখা উত্তম। কারণ মসজিদ হলো পবিত্র, সেখানে কমিটি গঠন করতে হবে মসজিদের মুসল্লিদের মধ্যে থেকে, সেখানে কেউ বেশি করে টাকা দান করলেই যে তাকে কমিটিতে রাখতে হবে এমন কোনো আইন নেই, আল্লাহতায়ালা সবাইকে কবুল করুন।’





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap