বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

কাউখালীতে করোনায় দুজনের মৃত্যু

কাউখালীতে করোনায় দুজনের মৃত্যু

0 Shares

নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ উপজেলায় তিনজনের মৃত্যু হলো। এ ছাড়া শনাক্তের সংখ্যাও বেড়েছে। সোমবার (৫ জুলাই) নমুনা পরীক্ষা হয়েছে ১৮ জনের। যার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১ জনের। শনাক্তের হার ৬১.১১ শতাংশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে উপজেলার কাঠালিয়া গ্রামের সাবেক ব্যাংকার মো. নজরুল ইসলাম (৬৫) দুপুরে মারা যান। তার করোনা উপসর্গ দেখা ছিল। সোমবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাবু তালেবের ছেলে বিআইডব্লিউটিএ আরিচা ঘাটের শুল্ক আদায়কারী মো.নজরুল ইসলাম (৪০) করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত উপজেলায় করোনায় তিনজন মারা গেছেন
উল্লেখ্য, জেলায় আজ সোমবার এ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap