বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

পিরোজপুরে ডাক্তারের সরকারী বাসভবনে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

পিরোজপুরে ডাক্তারের সরকারী বাসভবনে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

0 Shares

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারী বাস ভবনে একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো: আবু হানিফ বরগুনা জেলার আঃ রহমান পেয়াদার পুত্র এবং মো: আব্দুল করিম মোল্লা বরগুনা জেলার আঙ্গারপাড়ার মৃত আমির চৌকিদারের পুত্র।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ নিয়ে প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার মো: সাইদুর রহমান। পুলিশ সুপার এসময় জানান, গ্রেফতারকৃতদের থেকে ডা. সানজিদা আজাদ শিখার বাসা থেকে নেয়া দুটি মোবাইল ও নগদ তিন হাজার উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৬ টি সিমকার্ড, ২৫টি চার্জার, আরো তিনটি মোবাইল ফোন, দুটি গ্রিলকাটা ব্লেড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার কথা স্বীকার করেছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত (১১ আগষ্ট) বুধবার রাতে জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারী বাস ভবনে একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে বাসায় থাকা চিকিৎসক ডা. সানজিদা আজাদ শিখাকে মারধর করে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap