সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে এসএসসিতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করল পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়

ইন্দুরকানীতে এসএসসিতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করল পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়

0 Shares

ইন্দুরকানী বার্তা:
এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করল ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হয়। বিদ্যালয়টি থেকে একজন পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫ । এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়টি ছাড়া উপজেলার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেনি কেউই।

শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগ আর শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টিতে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির পড়াশুনার মান ভালো করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীর নিয়মিত তদারকি ও সঠিক দিক নির্দেশনার জন্য প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুন্ন রেখে এবার ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়। তাই এ বালিকা বিদ্যালয়টি এবার শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করায় কৃতকার্য হওয়া সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি ভালো ফলাফল অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষকদেরকেও আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap