শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

জাতভাই

0 Shares

জাতভাই
শিরিনা আফরোজ

সবকটা জানালা বন্ধ
সাপ আর সরীসৃপের বাসা
বাঁধা ঘরখানিতে আজকাল
আর যাতায়াত করিনা খুব একটা।
অথচ মানুষ থাকার কথাছিল৷
বই থাকার কথা ছিল
কলম থাকার কথাছিল
বিকশিত সভ্যতার চর্চা,সত্য,ন্যায়
আর শিখা অনির্বান
প্রজ্বলিত থাকার কথাছিল।
বড় সখের ঘর তো!
তাই মাঝে মধ্যে উঁকি দিতে যাই ,
বিশ্বাস করেন কিছু নাই ওখানে আর
মাতাল আর দাতালেরা নিয়মিত
যাতায়ত করে
লতা আর গুল্ম ঘেরা ওই ঘরে
তাদের কি ভিশন সখ্যতা
একে অপরের তরে।
তাই মাদকের বিকট গন্ধ লাগে নাকে।
ওখানের বইয়ে ধূলা পরে গেছে
কলমের কালি শুকিয়ে গেছে
মানুষের থেকে অমেরুদণ্ডীরাই
আজকাল সেখানে বেশি থাকে।
শুনেছিলাম এই ঘর এক সময়
পুত পবিত্র ছিল,
অত্যাধুনিক প্রযুক্তি না থাকলে ও
একখানা ফ্যাক্স বার্তায় বদলে যেত
লোকালয়,অন্ধকার দূরে ঠেলে
আসতো আলো।
এখন ভন্ড প্রযুক্তিবীদের দখলে
লাল নীল সভ্যতা,কালি,
কলম,কবি,সাহিত্যিক,রাজনীতিবীদ
একে একে সববটাই রসাতলে গেল।
এই ঘরের লোকেরা
বহুদিন দেখেনি আয়না ,
তাই অন্যের গায়ে মাখে কালি।
এদের অন্তরে পরেছে সিলগালা
তাই অন্যের অনিষ্টে দেয় হাত তালি
তফাতে থাকো পথিক।
ওই সব ভুতুরে ঘরে মনুষ্য বসতি নাই
ওখানে শুধু বুনো শুয়োর নয়
বিষধর সর্পেরা ও মিলে মিশে
হয়ে গেছে জাতভাই।
সেই ভাল একা পথ চলো
কাঁটা হোক তবু সত্যে।
দূর হোক যত পাপ তাপ কালিমা
তোমার একক আধিপত্যে।।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap