শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

0 Shares

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-২(ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ (স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসকে।তবে নেতাকর্মীরা এ সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।

রবিবার রাতে উপজেলার বাসষ্ট্যান্ড চত্বর থেকে নেতাকর্মীর মিছিলটি বের করে উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ন আহবায়ক আল আমিন সরদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পিরোজপুর-২ আসন বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ অনেক বেশী শক্তিশালী। সে বিগত দিনে এ আসনের তিন উপজেলায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরাসহ নিজেদের ব্যক্তিগত অর্থায়নেও অনেক কাজ করেছেন। এ আসনে মহিউদ্দিন মাহরাজের কোন বিকল্প নেই। তাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসনে মহিউদ্দিন মহারাজকে দেওয়ার দাবী জানাচ্ছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জানান, রবিবার উপজেলা আওয়ামী লীগ দলীয় সভা করেছেন। সে সভায় নেতাকর্মীরা এ আসনে দেওয়া মনোনয়ন পরিবর্তন করার দাবী তোলেন। তাদের এ দাবি আওয়ামী লীগের সভানেত্রীর কাছে। দলীয় সভার পরে নেতাকর্মীরা মিছিল করেছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap