শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বিজয় নিশান

বিজয় নিশান

0 Shares

বিজয় নিশান
শিরিনা আফরোজ

বিজয় বার্তা এসেছিল সেদিন
বাঙালীর ঘরে ঘরে!
জয়বাংলা শ্লোগান মুখর ছিল
মাঠ ঘাট প্রান্তর জুড়ে।
গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদের জয়
এসেছিল আলোক বর্তিকা হয়ে,
লাখো বাঙালীর আত্মত্যাগের বিনিময় ।
সেই যে রাখাল রাজা, সেই যে বঙ্গবন্ধু
প্রিয় পিতা শেখ মুজিবুর রহমান !
বাঙালীকে মুক্তির যুদ্ধে ঝাপিয়ে পড়তে
যিনি জানিয়েছিলেন উদাত্ত আহব্বান।
মুটে, মজুর, কৃষক, শ্রমিক ও ছাত্র জনতা
স্বাধীনতা পিপাসুরা সেদিন ,
লাখে লাখে দিয়েছিল সাড়া।
মুক্তির আকাঙ্খায় মাঠে ময়দানে
ঐক্যবদ্ধ সকলে, মুক্তিকামী পাগলপাড়া।
জীবনের মায়া তুচ্ছ করে অস্র নিল হাতে
বিজয় গাঁথা লিখে রেখে গেল
সোনার এ বাংলাতে।
শিল্পীর আঁকা মুক্তির ছবি
দ্রোহের কবিতা লিখলেন কবি
গায়কের কন্ঠে গান।
প্রেরনার বানী কন্ঠে কন্ঠে,
জয় বাংলা শ্লোগান।
জীবন দিল, রক্তদিল বীর বাঙালী জাতী
লাল সবুজ ঐ রক্ত পতাকায় রয়েছে তার দ্যুতি।
আজকের শিশু স্বাধীন স্বদেশে দিচ্ছে হামাগুড়ি
আগামীর ইতিহাস রচে যাবে ওরাই
আপন মুঠোয় করি।
রাজাকারের রক্ত আজও যাদের শরীরের বয়
পাকী দিক্ষায় দিক্ষিত ওরা বাংলার কেউ নয়।
মুখে মধু অন্তরে বিষ বোঝার সাধ্য নাই
সাবধানে চালাইও বৈঠা নৌকার মাঝি ভাই।
গভীর রাত্রি শেষে যেমন ভোরের সূর্য হাসে
বিজয় নিশান উড়বে তেমন আমার
আমার সোনার দেশে, এই স্বাধীন বাংলাদেশে।।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap