বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

জীবন হলো আয়না বাজি

জীবন হলো আয়না বাজি

0 Shares

জীবন হলো আয়না বাজি
শিরিনা আফরোজ

কেউ করেনা কারো ক্ষতি
নিজেই রচে নিজের পরিনতি।
চাটুকারিতার হার জিত নাই
অথবা মূল্যহীন মিথ্যে প্রতিশ্রতি!
বিসর্জনে বিবেক বোধ
যে নেয় মিথ্যে প্রতিশোধ
দায়ভার টাও তাঁর।
পাপ কিম্বা পূন্য
একান্ত ই যার য়ার।
মানুষের হাতে কিছুই নেই
বিধাতার হাতে চাবি।
আসল নকল, সত্য অসত্য
তিনি ঠিক জানেন সব ই।
অহংকারের আমিত্ব নিয়ে
দেখে নিও বিবেকের আয়না
অন্যের অনিষ্ট করে কখনও
নিজে বড় হওয়া যায়না।
দুনিয়া তো মাত্র দুদিনের
এই আছি এই নাই।
তাহলে বাপু কি নিয়ে এতোটা
আমিত্বের বড়াই?
দুনিয়া জুড়ে ভয় আতঙ্ক
মানুষ আজ নিরুপায়।
পাহাড় সমান সম্পদ সম্পত্তি
ভোগ্য কিছুই নয়।
জীবন হলো আয়না বাজি
আমরা সবাই বোকা।
অলক্ষের এক রিপুর কাছে
খাচ্ছি কেবল ধোকা।
সেইতো ভালো যাবার আগে
ফেরে যদি হুশ।
বিদায় বেলা বলুক লোকে
ছিলাম মানুষ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap