মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

রিক্ত দুই হাত

রিক্ত দুই হাত

0 Shares

রিক্ত দুই হাত
শিরিনা আফরোজ

মনের মধ্যের সাত তলা
বাড়িতে একখানা সোনার ঘর।
সেই ঘরের বাঁশের খাঁচায়
বসতি যে তার।
জনম কাটল আলোহীন খাঁচায়
আঁধার ভালবেসে।
মন পরে থাকে মনের কাছে
বছরের বারো মাসে।
ষড় ঋতুর আসা যাওয়া
দিন বদলের পালা।
মনের খাঁচা বন্দী রইলো
হারিয়ে গেছে তালা।
আগুনের দিন ভালবেসে
স্বেচ্ছায় বন্দী পাখি।
জনম জনম পরম মমতায় হৃদয়ে
আগলে রাখি।
আবেগী স্মৃতির প্রহর গুনে
দিন ফুরিয়ে রাত।
দুলছে খাঁচা শূন্যের উপর
রিক্ত দুই হাত।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap