বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

নিয়ন্ত্রন

নিয়ন্ত্রন

0 Shares

নিয়ন্ত্রন
শিরিনা আফরোজ

অতি সহজে,
যায়না ভাঙা পাথর মন।
শত আয়োজন বিনা কারন
দু চোখে নামে বিরহ শ্রাবন।
দুকূল ভাঙে ঢেউয়ের গাঙে
সময় অসময়ে আসে প্লাবন।
তবু নদী বয়ে চলে,ভাটা বা জোয়ার জলে
নদী তো শোনেনা কারো শাসন বারন।
মন তো পাগলা ঘোড়া, সয়ে সহস্র কাটাছেড়া
প্রদীপ সম জ্বলে নিজের মতন।
বিলাসী বাসনা তাঁর অথবা মানিক হার,
সুখের অসুখ ও নিস্প্রোয়জন।
অবহেলা অনাদরে,অনাকাঙ্খিত ঝড়ে
আঁচড় লাগে যদি বুকের বাঁপাশে
লুকিয়ে সকল ক্ষত, বয়ে চলে অবারিত
খুঁজে ফেরে স্মৃতিজুড়ে একান্ত প্রিয়জন।
যা কিছু অযাচিত ভুল, গুনে গুনে সে মাশুল,
টুকরো টুকরো আশা, অনন্ত ভালবাসা
দরজাবন্ধ মনে, বাসা বাঁধে গোপনে
মনের সাথে যদি হয় মনের সন্ধি,
এক মন আর এক মনে হয়ে রয় বন্দী।
খুব বেশি এসে যায়না কে রয় কোন খানে।
যায়না মুছে দেয়া মনে ভাসে যার ছায়া
যুগে যুগে বেঁচে থাকে আশার স্বপন
চাইলেও যায়না করা তারে নিয়ন্ত্রন।
সুখ দুঃখ দিনে অথবা ভরা ফাল্গুনে
আষাঢ় শ্রাবনে কিম্বা চৈতালী দিনে,
একই আবর্তে ঘোরে বিবগী মন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap