বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

সেতু নয় শতাব্দীর মহাকাব্য

সেতু নয় শতাব্দীর মহাকাব্য

0 Shares

সেতু নয় শতাব্দীর মহাকাব্য
শিরিনা আফরোজ

প্রমত্তা পদ্মার বুকে
স্বপ্ন সত্যি হওয়া মহাকালের মশাল বাতি
জ্বলছে আজ মহা সুখে।
মুজিব কন্যা শেখ হাসিনা
এক বিশ্ময়কর বিশ্বাসের ইতিহাস
দিয়েছেন বিশ্বের ইতিহাসে লিখে।
অসম্ভবের সম্মুখে দাড়িয়ে
সম্ভব কে মুঠোয় করে,
গুজব গল্প, মিথ্যাচার, ষড়যন্ত্র
এগিয়েছেন ঠেলে দূরে।
একাত্তরে বীর বাঙালী
যেমন করেএনেছিল জয়।
শেখ হাসিনা আবার বোঝালেন
এ জাতি মাথা নোয়াবার নয়।
বদলে যাবে স্বদেশ এবার
ঘুরবে দেশের চাকা।
বিপদে বিপর্যয়ে শত বাধা পেরিয়ে
এই মৃত্তিকা জননী দাড়ালেন ঘুরে একা!
আর নয় সংকোচ,দ্বিধা,দন্ধ এবার ভোল
এসময় তোমার এ সময় আমার
পৃথিবীর পায়ে পা রেখে কেবল
সম্মুখে এগিয়ে চল।
কৃষক,শ্রমিক, মুটে ও মজুর
কিশোর কিশোরী পুরোহিত হুজুর
বিশ কোটি মহাপ্রান।
নতুন প্রভাত নতুন জাগরন
সম্মুখে সু দিনের আহব্বান!
পদ্মা শুধু ইট পাথরের সেতুনয়
এ শতাব্দির মহা কাব্য।
দিনবদলের সোনালী দিনের
স্বপ্নীল ভবিতব্য।
এ সেতুর পথ ধরে এগিযে যাবে
প্রিয় বাংলা,
আমার প্রিয় স্বদেশভূমি!
এই বিজয় গাঁথায় সামিল সবাই
সে এবং আমি ও তুমি!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap