শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

নীরবতার প্রতিশোধ

নীরবতার প্রতিশোধ

0 Shares

নীরবতার প্রতিশোধ
শিরিনা আফরোজ

গল্পহীন জীবন
কি করে জীবন হয়!
মানুষের জীবনের ভাঁজে ভাঁজে
বলা না বলা কত গল্প লেখা রয়।
মানুষের অন্তরে ঈশ্বর থাকেন ,
মানুষের অন্তরেই পাপ।
মানুষের জীবনে মানুষ হয়ে ওঠে
চুড়ান্ত অভিশাপ।
আগুনের পথে হাটতে হাটতে
মানুষ চিনেছি কত।
মানুষ ই দিয়েছে আঘাত যন্ত্রনা
বয়েছি সহস্র শত।
একদিন ঠিক চলে যাব
সাত আসমানের তারা হব ,
ধরা ছোঁয়ার বাইরে রব ,
খুঁজেও পাবে না আর।
জানবেনা কতটা বয়ে গেছি
কতটা সয়ে গেছি ,
অযাচিত ব্যথাভার।
আসব না আর ফিরে , তোমাদের ভ্রষ্টনীড়ে
গাইবনা কেনদিন ও বিবেকের গান।
মরবার আগে বহুবার মরেছি
বহু আঘাতে জর্জরিত হয়েছে,
আজিকার ক্লান্ত প্রান।
কতরঙ দেখেছি মানুষের একই মুখে ,
কত কথা বদলে গেছে ভোগ বিলাসের সুখে
অথচ প্রেম ছিল, মায়া ও মমতা ছিল
মনের সাথে মনের ছিল সীমাহীন টান।
একদিন ছিল গল্প, মুখরিত কাব্য
ছিল জাগরনের গান।
আজ আমা হতে তুমি
তোমা হতে আমি যোযন যোযন দূরে।
বিদায় পৃথিবী এবার বিদায়
আসবনা আর ফিরে।
বিনা কারনে অনেক ঠকেছি
ঠকিয়েছ প্রতিপদে।
তুমিও ঠকবে থাকবনা যখন
নীরবতার প্রতিশোধে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap