বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

ইন্দুরকানীতে অনাবাদি জমিতে কৃষিকাজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে অনাবাদি জমিতে কৃষিকাজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 Shares

মো: শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষকদের সাথে অনাবাদি জমিতে কৃষিকাজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ মশিদুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অথিতি ইন্দুুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান,পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড.মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার (অঃ দাঃ) ইশরাতুনন্নেছা এশা, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আঃ আজিজ হাওলাদার, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃশানী উপস্থিত ছিলেনে।
মতবিনিমেষ প্রধান অতিথির জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, আমাদের ১ ইঞ্চি জমিও অনাবাদি অবস্থায় রাখা যাবে না। যার যেটুকু জমি আছে সে জমি উৎপাদনের জন্য কাজে লাগাতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উন্নয়নের জন্য সরকার অনেক কাজ করে যাচ্ছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap