শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

পরাজয়

পরাজয়

0 Shares

পরাজয়
শিরিনা আফরোজ

দূরে চলে যাব,
এতটা দূরে যে খুঁজে ও পাবে না আর!
দূর আকাশের তারা হব ,
মাটির পৃথিবী থেকে নিয়ে নেব ছাড়।
আমার যা কিছু বিশ্বাস,ভরসা,
আবেগ, অনুভূতি মূল্যহীন এ পৃথিবীর কাছে।
পুরানো আদর্শলিপি বইয়ের নীতিবাক্যের মত
আমার যা কিছু আদর্শ মূল্যবোধ মনের অজান্তেই
সব পরাজিত হয়ে গেছে।
মানুষের অবয়বে গিরগিটির বসতি
লোভ আর লালসার হিংস্র বিজয়
লন্ডভন্ড সভ্যতার মাঝখানে দাড়িয়ে দেখি
আমার নতজানু মস্তিস্ক! আমার পরাজয়।
পর্দার আড়ালে সে, তুমি, তোমরা
সবাই একই রকম বিনিসূতোয় গাঁথা মালা।
কেবল আমি আর ফুটপাতে থাকা নিরন্ন মানুষের সম্মুখে পড়ে থাকে অন্নহীন ভঙ্গুর থালা।
আজ এ ব্যর্থতার দায় অন্য কারও নয়
এ আমার নিয়তি এ আমার শাশ্বত পরাজয়।
অভিযোগ কিম্বা অভিসম্পাত দেওয়ার কিছু নাই
রিক্ত সিক্ত হাতে নিভৃতে চলে যেতে চাই।
আমি জানি গতানুগতিক পথ ও পদ্ধতি
গুলোই হয়তো হতে পারে ঠিক।
আমি কেবল একা হেটেছিলাম ভিন্ন পথে
এই আমি ই ছিলাম ভ্রান্ত বড্ড বেশি বেরসিক।
আজ তাই গোধূলী বেলার সূর্যাস্তের মত,
পেছনে রেখে এই ছোট জীবনের চাওয়া পাওয়া যত
ফিরে যেতে চাই, নাই হতে চাই,ওই তারাদের দেশে
যেখানে বাধ্যতামূলক ফিরতে হয়,
একদিন ফিরবে সবাই নির্দিষ্ট সময়ের শেষে!
তোমার সিংহাসন অথবা প্রাসাদের মায়া
প্রেম ভালবাসা অথবা বিলাসী জীবনের ছায়া
সোনার থালা, রুপোর বাটি
যে যার মত থাকবে পড়ে ।
পূর্ণ ঘরে সবকিছু রেখে শূন্যে যাবে আত্মা উড়ে
প্রিয় সম্পদ বদল হবে এক হাত থেকে অন্য হাতে।
নিয়ম কিন্তুু সমান সমান কেউ যাবেনা কারও সাথে
আমার আকাশ, আমার মেঘের বাড়ি
সীমাহীন প্রশান্তি শুভ্র সাদা শাড়ি,
ভেসে ভেসে যাই দূর থেকে আরও দূরে
সাদা বক অথবা গাঙচিলের মত
ব্যক্তিগত ডানায় ভর করে!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap