মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

কাউখালীর মেয়ে দীপ্তি সমাদ্দারের কথা ও সুরে দেশাত্নবোধক গানের মোড়ক উন্মোচন

কাউখালীর মেয়ে দীপ্তি সমাদ্দারের কথা ও সুরে দেশাত্নবোধক গানের মোড়ক উন্মোচন

0 Shares

পিরোজপুর প্রতিনি‌ধি:
পিরোজপুরের কাউখালীর সন্তান দী‌প্তি সমাদ্দার দিপু লেখা ও সু‌রে ছয়‌টি দেশাত্ন‌বোধক গা‌নের মোড়ক উ‌ন্মে‌চিন হ‌য়ে‌ছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার ছায়ানট সংস্কৃতি-ভবনে এক অনুষ্ঠা‌নের মধ‌্যদি‌য়ে এ মোড়ক উ‌ন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাসিনা মমতাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অরূপ রতন চৌধুরী, ভাস্বর বন্দোপাধ্যায় ও মাহমুদুল হাসান।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী দীপ্তি সমাদ্দার দীপুর কথা ও সুরে এই গানগুলিতে কন্ঠ দিয়েছেন লায়েকা বশীর, রেজাউল করিম, অরিত্রি সমদ্দার, বাঁধন বিশ্বাস, সঞ্চিতা তৃষা, নন্দিতা দিশা, আফরোজা রুপা, মিনহাজুল হাসান ঈমন, ফজলে রাব্বি রোমেল, রাবেয়া আক্তার পিউ, মাইদুল হক, সৌভিক বিশ্বাস সহ নতুন পুরোনো অনেক শিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন সঙ্গীতাচার্য ড. আলী এফ এম রেজোয়ান এবং ভিজুয়ালাইজেশনের কাজ করেছেন সমীরণ দেওয়ান।
দীপ্তি সমাদ্দার দীপু বলেন – ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসে শ্রোতাদের মাঝে কিছু মৌলিক দেশাত্মবোধক গান উপহার দিতে পেরেছি বলে আমি আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত গুনীজন ও শ্রোতাদের ভালাবাসা আমাকে মুগ্ধ করেছে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। সকলের ভালবাসা ও আশীর্বাদ
পেলে ভবিষ্যতে আরো অনেক গান আপনাদের উপহার দেবো আশা রাখি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নজরুল ও শাস্ত্রীয় সংগীতের নিয়মিত শিল্পী দী‌প্তি সমাদ্দার দিপুর কাউখালি উপজেলার এক সংগীত পরিবারে জন্ম। বাবা চন্দ্র কান্ত সমাদ্দার ও মায়া রানী সমাদ্দার এর মে‌য়ে দী‌প্তি মাত্র ৬ বছর বয়সে সংগীত শিক্ষা শুরু ওস্তাদ পতিত পাবন নট্ট্’র কাছে তার হা‌তে খ‌ড়ি। শাস্ত্রীয় সংগীত আর নজরুল সংগীত দিয়েই গানের শুরু। তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় নজরুল ও শাস্ত্রীয় সংগীতে প্রথম মান পেয়ে বিভাগীয় পর্যায়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন তি‌নি। প‌রে ঢাকায় ছায়ানট থেকে নজরুল সংগীতের কোর্স ক‌রেন। ছায়ানটের শিক্ষাগুরু অনুপ বড়ুয়ার কাছে কিছুদিন শাস্ত্রীয় সংগীতে তালিম নেয়া নেন, তাঁরই তত্ত্বাবধানে ২০১২ সা‌লে নজরুল সংগীতের উপর প্রথম এলবাম ” মনে পড়ে আজ” প্রকাশ। ছায়ানটের শিক্ষক ডঃ রেজোয়ানআলীর কা‌ছে তা‌মিল, ছায়ানটে শুদ্ধ সংগীত উৎসবে পরিবেশনা ছাড়াও ঢাকার “শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর” বাৎসরিক ও মাসিক প্রোগ্রামে তি‌নি অংশগ্রহণ ক‌রেন। এছাড়া চিটাগংয়ে “সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদে” সংগীত পরিবেশন, কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার কার্যকরী পরিষদের সদস্য। সংগীত‌কে ভাল‌বে‌সে তি‌নি
স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের চাকরি করে সেচ্ছায় অবসর নেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap